প্রশ্ন
জামার হাতা গুটিয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জামার হাতা গুটিয়ে নামাজ পড়া মাকরূহ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ: الْجَبْهَةِ – وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ – وَالْيَدَيْنِ، وَالرِّجْلَيْنِ، وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلَا نَكْفِتَ الثِّيَابَ وَلَا الشَّعَرَ
‘আমাকে সাতটি অঙ্গের সাহায্যে সিজদা করার নির্দেশ দেয়া হয়েছে। কপাল- এ বলে তিনি হাত দিয়ে নাকের দিকে ইশারা করলেন; দু’হাত দু’পা (দু’হাঁটু) এবং দু’পায়ের পার্শ্বদেশ (পায়ের আঙ্গুলসমূহ)। আমি (অর্থাৎ- আমরা) যেন চুল ও কাপড় ধরে না রাখি এ নির্দেশও দেয়া হয়েছে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৪৯০]
সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নববি (রহ.) উক্ত হাদিসের ব্যাখ্যায় বলেন,
এ ব্যাপারে উলামায়ে কেরাম একমত যে, জামা বা হাতা গুটানো অবস্থায় নামাজ পড়া নিষেধ। [শরহুন নববি ৪/২০৯]
কাজেই জামার হাতা গুটিয়ে নামাজ পড়া বৈধ হবে না।
ফাতহুল ক্বাদীর ১/৪১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم