প্রশ্ন
স্ত্রীর ভাগ্নীকে বিয়ে করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
স্ত্রীর জীবদ্দশায় তার আপন ভাগ্নীকে বিয়ে করা যাবে না। এ ব্যাপারে শরিয়তে নিষেধাজ্ঞা রয়েছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,
لَا يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلَا بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا
‘কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা এবং তার বোনঝিকে একত্রে বিয়ে না করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫১০৯]
তবে স্ত্রীর ইন্তেকালের পর তার ভাগ্নীকে বিয়ে করা যাবে। কারণ, নিষেধাজ্ঞা ছিল উভয়কে একত্রে বিয়ে করার ব্যাপারে। আলাদা আলাদা বিয়ে করার ব্যাপারে নয়।
হেদায়া ১/১৮৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم