প্রশ্ন
দুই সেজদার মাঝখানে যে একটি দোয়া পড়া হয় اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي । এটি কি ইমাম মুকতাদী উভয়ে পড়বে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ উপরোক্ত দোয়াটি ইমাম মুকতাদী সকলেই পড়বে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) দুই সেজদার মাঝখানে নিম্নের দোয়া পড়তেন-
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِي وَارْزُقْنِي
[সুনানে আবু দাউদ, হাদিস: ৮৫০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم