প্রশ্ন
মসজিদে নামাজ পড়তে গেলে দেখা যায়, অনেকে প্যান্ট পরে নামাজ পরে। আর রুকু সেজদায় গেলে পেছন থেকে প্যান্ট নিচে নেমে যায়। এ অবস্থায কি নামাজ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পুরুষের জন্য নাভির নিচ বরাবর থেকে হাঁটু সহ সতর। হাদিস শরিফে এসেছে-
ما بين السرة إلى الركبة عورة
‘নাভি থেকে হাঁটু পর্যন্ত আওরত বা সতর।’ [মাজমাউয যাওয়ায়েদ, হাদিস: ২২৩৫]
তাই যদি এটটুকু অংশের মধ্যে কোন অঙ্গের এক চতুর্থাংশ তিন তাসবীহ পরিমাণ খোলা থাকে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
আদ্দুররুল মুখতার ১/৪০৪, ৪০৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم