প্রশ্ন
আমাদের এলাকার নিয়ম হল, যে গাছ থেকে নারিকেল পেড়ে দিবে তাকে গাছ প্রতি একটি নারিকেল দিতে হবে। এভাবে চুক্তি করা জায়েয আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত পদ্ধতিতে চুক্তি করা জায়েয আছে। তবে যে গাছ থেকে নারিকেল পেড়েছে সেই গাছ থেকেই নারিকেল দিতে হবে এমন চুক্তি করবে না। কারণ হাদিস শরিফে এসেছে-
نهى عن قفيز الطحان
রাসূল (সা.) গম পিষে সেখান থেকেই পেষণকারীর পরিশ্রমিক দিতে নিষেধ করেছেন। [সুনানে সুগরা, বাইহাকি, হাদিস: ২০৫৩]
তবে চুক্তি না করে পরবর্তীতে ঐ গাছ থেকে দিতে চাইলে দিতে পারবে।
আলমুহীতুল বুরহানী ১১/৩৩৮; ফাতাওয়া তাতারখানিয়া ১৫/১১৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم