প্রশ্ন
আমি নতুন পর্দা করা শুরু করেছি। আমার কিছু বান্ধবী পর্দা নিয়ে ট্রল করে। জানতে চাচ্ছি, এ কারণে কি তাদের ঈমান চলে যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
পর্দা একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা পর্দা করাকে ফরজ করে দিয়েছেন।
কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ
‘হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়।’[সূরা আহযাব, আয়াত: ৫৯]
‘আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে আদেশ করেছেন যখন তারা কোনো প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন যেন মাথার উপর থেকে ওড়না/চাদর টেনে স্বীয় মুখমণ্ডল আবৃত করে। আর (চলাফেরার সুবিধার্থে) শুধু এক চোখ খোলা রাখে।’[ফাতহুল বারী ৮/৫৪, ৭৬, ১১৪]
পর্দা নিয়ে ট্রল করার অর্থই হল শরিয়তের একটি ফরজ বিধান নিয়ে ট্রল করা। যা নিঃসন্দেহে ঈমান ভঙ্গের একটি কারণ। কাজেই আপনার বান্ধবীদেরকে উক্ত কাজ থেকে বিরত থাকতে বলবেন এবং নতুন করে ঈমান নবায়ন করে নিতে বলবেন।
উল্লেখ্য, বন্ধু বান্ধবী নির্ণয়ের ক্ষেত্রে এমন ব্যক্তিদেরকেই নির্বাচন করা উচিৎ, যারা মুত্তাকী ও পরহেজগার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم