প্রশ্ন
আমাদের এলাকায় প্রচলিত আছে যে, গর্ভবতী নারী কোনো কিছু ছিদ্র করতে পারে না। এতে নাকি সন্তান বিকলাঙ্গ হয়। জানতে চাচ্ছি, এ কথা কতটুকু শরিয়ত সম্মত?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
গর্ভবতী নারীরা কোনো কিছু ছিদ্র করতে পারবে না- এটি একটি কুসংস্কার ও ভিত্তিহীন কথা। শরিয়তে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি।
কাজেই গর্ভবতী নারীরা যেকোনো কিছু ছিদ্র করতে পারবে। এতে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হবে না।
বাদায়েউস সানায়ে ৪/২২২-২২৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم