প্রশ্ন
কোনো বাংলাদেশী তামাত্তু হজ্বকারী যদি উমরা শেষ করে তায়েফ সফরে যায় এবং পুনরায় মক্কায় ফিরে আসে তাহলে তায়েফ থেকে ফিরে আসার সময় কি উমরার ইহরাম করে আসতে হবে, নাকি ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
তামাত্তু হজ্বকারী মক্কায় পৌঁছে উমরা করার পর কোনো কারণে যদি মীকাতের বাহিরে যায়, তাহলে পুনরায় ফিরে আসার সময় নতুন করে উমরার ইহরাম বাঁধার প্রয়োজন নেই। হাদিস শরিফে এসেছে,
عَنْ يَزِيدَ الْفَقِيرِ ؛ أَنَّ قَوْمًا مِنْ أَهْلِ الْكُوفَةِ تَمَتَّعُوا ثُمَّ خَرَجُوا إلَى الْمَدِينَةِ ، فَأَقْبَلُوا مِنْهَا بِحَجٍّ ، فَسَأَلُوا ابْنَ عَبَّاسٍ ؟ فَقَالَ : أَنَّتُمْ مُتَمَتِّعُونَ.
‘ইয়াযীদ আল-ফাকীর বলেন, কূফার এক দল লোক তামাত্তু হজ্বের জন্য বের হয়েছে। অতঃপর মাদীনায় গিয়েছে। অতঃপর হজ্বের উদ্দেশ্যে পুনরায় এসেছে। তারা ইবনে আব্বাস (রা.)কে জিজ্ঞাসা করলে তিনি বলেন: তোমরা তামাত্তু হজ্বকারী।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৩১৭২]
সুতরাং উক্ত অবস্থায় ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করতে পারবে।
কিতাবুল আছল ২/৫৩৭; মুখতাছারু ইখতিলাফিল উলামা ২/১৬৭; আহকামুল কুরআন, জাসসাস ১/২৮৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم