প্রশ্ন
ইহরাম অবস্থায় সহবাস করার অনুমতি আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস বৈধ নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
الْحَجُّ أَشْهُرٌ مَعْلُومَاتٌ فَمَنْ فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ وَلَا جِدَالَ فِي الْحَجِّ
‘এ মাসগুলোতে যে কেউ হজ্ব করার মনস্থ করবে, তার জন্য হজ্বের মধ্যে স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও ঝগড়া-বিবাদ বৈধ নয়।’ [সূরা বাকারা, আয়াত: ১৯৭]
স্ত্রী সহবাস বৈধ না হলেও ইহরাম অবস্থায় বিয়ে করা বৈধ আছে। কারণ, রাসূল (সা.) মায়মুনা (রা.)-কে ইহরাম অবস্থায় বিয়ে করেছিলেন। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنهما :أن النبي صلى الله عليه وسلم تزوج ميمونة وهو محرم
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) মুহরিম অবস্থায় মায়মুনা (রা.)-কে বিয়ে করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৭৪০]
হেদায়া ১/১৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم