প্রশ্ন
ইহরাম অবস্থায় বিয়ে করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জ্বি, ইহরাম অবস্থায় বিয়ে করা বৈধ। কারণ, রাসূল (সা.) মায়মুনা (রা.)-কে ইহরাম অবস্থায় বিয়ে করেছিলেন। হাদিস শরিফে এসেছে,
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عنهما :أن النبي صلى الله عليه وسلم تزوج ميمونة وهو محرم
‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) মুহরিম অবস্থায় মায়মুনা (রা.)-কে বিয়ে করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ১৭৪০]
তবে বিয়ে করা বৈধ হলেও সহবাস করা বৈধ হবে না। কারণ তা ইহরামের জন্য প্রতিবন্ধক বিষয়।
হেদায়া ১/১৮৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم