প্রশ্ন
শুনেছি, পানি পানের সময় মোচে পানি লাগলে তা পান করা মাকরুহ। এটা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বক্তব্যটি সঠিক নয়। মোচে পানি লাগলে তা পান করা মাকরুহ হয় না। তবে ইসলামে মোচকে খাটো এবং দাঁড়িকে লম্বা রাখতে বলা হয়েছে। হাদিস শরিফে এসেছে-
خالِفُوا المُشْرِكِينَ وَفِّرُوا اللِّحى، وَأَحْفُوا الشَّوارِبَ.
‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি বৃদ্ধি কর। এবং মোচগুলো খাটো কর। [সহিহ বুখারি, হাদিস: ৫৮৯২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم