প্রশ্ন
আমার ডায়বেটিসের জন্য ইনসুলিন নিতে হয়। আমি কি রোজা অবস্থায় ইনসুলিন নিতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খাদ্য জাতীয় কোনো বস্তু নির্দিষ্ট স্থান দিয়ে পাকস্থলীতে পৌঁছে যাওয়া রোজা ভঙ্গের কারণ হিসেবে গণ্য করা হয়। হাদিস শরিফে এসেছে, ইবনু আব্বাস (রা.) বলেন:
‘কোন কিছু প্রবেশের দ্বারা রোজা ভঙ্গ হয়। বের হওয়ার দ্বারা রোজা ভঙ্গ হয় না।’ [সহিহ বুখারি, ১/২৬০, (তালীক)]
ইনসুলিন দেওয়া হয় রগে। তাছাড়া তা পাকস্থলীতে পৌঁছে না। তাই রোজা অবস্থায় ইনসুলিন নিতে সমস্যা নেই। সুতরাং আপনি ডায়বেটিসের জন্য রোজা রেখেও ইনসুলিন নিতে পারবেন।
মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, সংখ্যা : ১০, ২/৯৪; ফাতহুল কাদীর ২/২৫৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم