প্রশ্ন
কেউ যদি এই চিন্তা থেকে জন্মনিয়ন্ত্রণ গ্রহণ করে যে, বেশি সন্তান হলে খাওয়াবো কীভাবে, তাহলে কি তা জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জল-স্থলের সকল প্রাণির রিজকের দায়িত্ব আল্লাহর কাছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزۡقُهَا
যমীনে বিচরণশীল এমন কোন জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই। [সূরা হূদ, আয়াত: ৬]
অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاق
‘দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না।’ [সূরা ইসরা, আয়াত: ৩১]
দারিদ্র্যের ভয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করাও এ প্রকারের অন্তর্ভুক্ত। এ জন্য হাদিসে সেটাকেও গুপ্তহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
তাই কোনভাবেই সন্তানের রিজকের ভয়ে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যাবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم