প্রশ্ন
আমার এক বন্ধুর রক্তের প্রয়োজন হওয়ায় আমি একবার রোযা অবস্থায় তাকে রক্ত প্রদান করি। জানতে চাই, আমার রোযার কি কোনো সমস্যা হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, রোযা অবস্থায় রক্ত দিলে কিংবা শরীর থেকে রক্ত বের হলে রোযার কোনো সমস্যা হয় না।
হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) রোযা অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন। [সুনানে তিরমিযি ১/১৫১ ]
তবে এত বেশি পরিমাণ রক্ত দেওয়া মাকরুহ যার কারণে শরীর দুর্বল হয়ে পড়ে।
মারাকিল ফালাহ, পৃ.৬৬০ ; তাবয়ীনুল হাকায়েক ২/১৬৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم