প্রশ্ন
কুকুরের দেহ কি নাপাক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, কুকুরের দেহ নাপাক নয়। তবে যদি কুকুর তার জিহ্বা দিয়ে শরীর চাটে তাহলে ঐ অংশ নাপাক হয়ে যাবে। কারণ কুকুরের লালা নাপাক।
তাই যদি শরীর চাটার পর দেহ ভেজা থাকে এবং ঐ ভেজা অংশ কারও কাপড়ে বা শরীরে লাগে তাহলে তা নাপাক হয়ে যাবে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আলবাহরুর রায়েক ১/১০১; ফাতহুল কাদীর ১/১৩১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم