প্রশ্ন
আমি ক্লাস ফাইভে পড়ি। আমাদের স্যার বলেছেন, কয়েকটি প্রাণির ছবি আঁকতে। আমি কি স্যারের নির্দেশ মেনে প্রাণির ছবি আঁকতে পারব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রাণির ছবি আঁকা বৈধ নয়। তাই এ ক্ষেত্রে স্যারের আদেশ মানা যাবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لاَ طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ.
‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৪৪০৬]
ইতহাফুস সাদাতিল মুত্তাকীন ৬/৩২১; ফযলুল্লাহিস সামাদ ১/৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم