প্রশ্ন
বাবা-মা যদি রাগ করে কোন নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলে তাহলে কি সেটা মানতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পাপ। আর পাপের ক্ষেত্রে কারও আনুগত্য করা যায় না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لاَ طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ.
‘স্রষ্টার অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য নেই।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৩৪৪০৬]
সুতরাং আপনি এ ক্ষেত্রে তাদের কথা মানবেন না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم