প্রশ্ন
জনৈক ব্যক্তি ফরজ গোসলের সময় কানে পানি দিতে ভুলে গেছে। গোসলও শেষ। এখন কি আবার গোসল করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
উক্ত ব্যক্তির শুধু কানে পানি পেঁছে দিলেই চলবে। পুনরায় গোসল করতে হবে না। হাদিস শরফে এসেছে, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর নিকট এসে বলল, এক ব্যক্তি ফরজ গোসল করেছে। কিন্তু শরীরের কিছু অংশে পানি পৌঁছেনি। (এখন তার করণীয় কী?) রাসূলুল্লাহ (সা.) বললেন, সে শুধু ঐ অংশটুকু ধুয়ে নিবে। অতপর নামায আদায় করবে। [আলমুজামুল কাবীর, তবারানী ১০/২৩১; মাজমাউয যাওয়াইদ ১/৬০৯]
কিতাবুল আছল ১/৩২; আসসিআয়াহ ১/২৮০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم