প্রশ্ন
কবরকে চিহ্নিত করার জন্য তার উপর কোন চিহ্ন দেওয়া যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চিহ্নিত করার প্রয়োজনে কবরে চিহ্ন দেওয়ার অবকাশ রয়েছে। তবে কবরকে পাকা করা যাবে না। হাদিস শরিফে এসেছে, উসমান ইবনে মাযউন (রা.) ইন্তেকালের পর তার দাফন শেষে রাসূলুল্লাহ (সা.) একজনকে একটি পাথর নিয়ে আসার আদেশ দেন। কিন্তু সেই সাহাবি তা বহন করে আনতে সক্ষম হননি।
তখন রাসূলুল্লাহ (সা.) পাথরটি নিজ হাতেই বহন করে উসমান ইবনে মাযউন (রা.)-এর মাথার কাছে এনে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার (দুধ) ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি দাফন করব। [সুনানে আবু দাউদ, হাদিস: ৩২০৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم