প্রশ্ন
মানিচেঞ্জের ব্যবসা অর্থাৎ এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রা দ্বারা কিছু কম-বেশির সাথে পরিবর্তন করা, এমনিভাবে দেশীয় মুদ্রাকে দেশি মুদ্রার বিনিময়ে পরিবর্তনের শরয়ি হুকুম কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
শরিয়তের দৃষ্টিতে একই প্রকারের দুটি জিনিসকে কমবেশি ক্রয়-বিক্রয় করলে সুদ হয়ে যায় বিধায় তা নিষিদ্ধ। তবে ভিন্ন ভিন্ন প্রকারের দুটি জিনিস কম-বেশিতে ক্রয়-বিক্রয় সুদের অন্তর্ভুক্ত হয় না বিধায় বৈধ।
রিবার হাদিস লাগবে
প্রশ্নোল্লিখিত এক দেশের মুদ্রা ভিন্ন দেশের মুদ্রার সাথে প্রকার ভিন্ন হওয়ার কারণে কম-বেশিতে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে, যদি কমপক্ষে কোনো এক পক্ষ মুদ্রার ওপর কবজা করে থাকে। অন্যথায় তা অবৈধ।
পক্ষান্তরে বেশি মুদ্রা একই প্রকারের হওয়ার কারণে পরস্পর কমবেশিতে ক্রয়-বিক্রয় শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। অতিরিক্ত অংশ সুদ হিসেবে গণ্য হবে।
আদদুররুল মুখতার ৫/১৭১-১৭২, বুহুসুন ফি কাযায়া ফিকহিয়্যা ১/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم