প্রশ্ন
ইসলামে শহিদ কাকে বলে? এর কোনো প্রকারভেদ আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইসলামে শহিদ দুই প্রকার। যথা:
১. হাকিকি শহিদ ২. হুকমি শহিদ
হাকিকি শহিদ বলা হয়- আল্লাহর রাস্তায় যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় যদি কেউ শহিদ হয়।
হুকমি শহিদ বলা হয়- যিনি হাকিকি শহিদ না হলেও রাসূল (সা.) এর ঘোষণা অনুযায়ী কেয়ামতের দিন শহিদের সওয়াব লাভ করবে।
রাসূল (সা.) হাদিসে কয়েক ধরনের ব্যক্তিদের হুকমি শহিদ হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন,
عن سعيد بن زيد عن النبى -صلى الله عليه وسلم- قال : من قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله أو دون دمه أو دون دينه فهو شهيد
‘হযরত সাঈদ বিন যায়েদ থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন-যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয় সে শহীদ। যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয় সেও শহিদ। অথবা প্রাণ রক্ষায় কিংবা দ্বীন রক্ষায় নিহত হয় সেও শহীদ।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৭৪; মুসনাদে আহমাদ, হাদীস: ১৬৫২]
অন্যত্র ইরশাদ হচ্ছে,
أن جابر بن عتيك أخبره :أن رسول الله صلى الله عليه و سلم قال الشهداء سبعةسوى القتل في سبيل الله المطعون شهيد والغرق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد والحرق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد
‘হযরত জাবের বিন আতীক (রা.) থেকে বর্ণিত। রাসূল (সা.) ইরশাদ করেছেন-আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহিদ রয়েছে। ১-মহামারীতে মৃত্যুবরণকারী শহিদ। ২-পানিতে নিমজ্জিত শহিদ। ৩-শয্যাশায়ী অবস্থায় মৃত শহিদ। ৪-পেটের রোগ মৃত্যুবরণকারী শহিদ। ৫-আগ্নিদগ্ধ ব্যক্তি শহিদ। ৬-যে ব্যক্তি ধ্বংসাবশেষের নিচে পড়ে মারা যায় সেও শহিদ। ৭-সন্তান প্রসব করতে মারা যাওয়া নারীও শহিদ।’ [মুয়াত্তা মালিক, হাদিস: ৫৫৪, ৮০২; আল মু’জামুল কাবীর, হাদিস: ১৭৮০]
এ ছাড়াও হুকমী শহিদের আরও বিভিন্ন প্রকার রয়েছে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم