প্রশ্ন
বর্তমানে বিভিন্ন দোকানে বেপর্দা নারী সেলসম্যান রাখতে দেখা যায়। একজন পুরুষের জন্য এ জাতীয় দোকান থেকে কোনো কিছু ক্রয় করা যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
নারীদের জন্য পর্দা করা আবশ্যক। এমনকি প্রয়োজন ছাড়া তাদেরকে ঘর থেকে বের হতেও নিষেধ করে দেওয়া হয়েছে।
কুরআন মাজিদে এসেছে,
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا
‘হে নবী! তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে আর মুমিনদের নারীদেরকে বলে দাও, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয় (যখন তারা বাড়ীর বাইরে যায়), এতে তাদেরকে চেনা সহজতর হবে এবং তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।’ [সূরা আহযাব, আয়াত: ৫৯]
আরেক আয়াতে এসেছে,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে-মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না।’[সূরা আহযাব, আয়াত: ৩৩]
পাশাপাশিএকজনপুরুষেরজন্যওবেপর্দানারীদেরদিকেতাকানোবৈধনয়।
কুরআন মাজিদে এসেছে,
قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ
‘মুমিন পুরুষদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করবে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত।’ [সূরা নুর, আয়াত: ৩০]
সুতরাং কোনো দোকানের সেলসম্যান যদি বেপর্দা নারী হয় তাহলে এমন দোকান থেকে পুরুষদের জন্য কেনাকাটা করা উচিৎ হবে না। তবে কাঙ্ক্ষিত পণ্যটি যদি অন্য দোকানে না পাওয়া যায় তাহলে যথাসম্ভব পর্দা রক্ষা করে ক্রয় করতে পারবে।
রদ্দুল মুহতার ২/৯৩ আদদুররুল মুখতার ২/৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم