প্রশ্ন
আমি একটি কোম্পানির শোরুম থেকে একটি ল্যাপটপ ক্রয় করি। টাকাও পরিশোধ করি। রশিদও গ্রহণ করি। কিন্তু ল্যাপটপটি সাথে সাথে নিয়ে আসেনি। বিক্রেতাকে বলি, তিনি যেন আমার ল্যাপটপটি হেফাজতে রেখে দেন। আমি পরে এসে নিয়ে যাব। তিনি কার্টুনে ভরে আমার ল্যাপটপটি পৃথক করে রাখেন। পরবর্তীতে আমি বাসায় এসে আমার এক বন্ধুর কাছে ল্যাপটপটি বিক্রি করে দিই এবং রশিদটি তাকে দিয়ে দিই। সে গিয়ে ল্যাপটপটি নিয়ে এসে। জানতে চাই,আমার এবং আমার এবং বন্ধুর মাঝে সংঘটিত চুক্তিটি কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
করায়ত্ত করার পূর্বে কোনো বস্তু বিক্রয় করা ইসলামে বৈধ নয়।
হাদিস শরিফে এসেছে-
حديث حكيم بن حزام عند البيهقي بسند جيد؛ قلت: يا رسول الله إني أبتاع هذه البيوع، فما يحل لي منها وما يحرم؟ قال: يا ابن أخي لا تبع شيئًا حتى تقبضه
রাসূল (সা.) হাকিম ইবনে হিজামকে লক্ষ্য করে বলেন, ‘কবজার পূর্বে কোনো জিনিস বিক্রয় করবে না।’ [আসসুনানুল কুবরা, বায়হাকি, হাদিস: ১০৭৩১]
প্রশ্নোক্ত মাসআলায় পণ্য সুনির্দিষ্টকরণ এবং রশিদ হস্তগত করার দ্বারা প্রথম ক্রেতার জন্য আইনত পণ্যের মালিকানা সাব্যস্ত হয়েছে এবং দ্বিতীয় বিক্রয়টিও শুদ্ধ হয়েছে।
তদুপরি এসব ক্ষেত্রে সতর্কতামূলক পণ্য নিজের হস্তগত করার পরই ক্রয়-বিক্রয় করা চাই।
তবে দ্বিতীয় ক্রেতা যেহেতু পণ্য না দেখে ক্রয় করেছে, তাই পণ্য দেখার পর বর্ণিত গুণাগুণে না পেলে চুক্তি অব্যহত রাখা কিংবা বাতিল করার অধিকার তার রয়েছে।
ফিকহুল বুয়ু ১/৪১০,
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم