প্রশ্ন
রাসূল (সা.) কি কখনো পায়জামা পরিধান করেছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) পায়জামা পরিধান করেছেন বলে হাদিস শরিফ থেকে সরাসরি প্রমাণ পাওয়া যায় না। তবে সহিহ হাদিসে এটা বর্ণিত আছে যে, রাসূল (সা.) পায়জামা ক্রয় করেছেন।
সুওয়াইদ ইবনে কাইস (রা.) বলেন, আমি ও মাখরাকা আবদি দুজনে কিছু কাপড় নিয়ে বিক্রির জন্য মক্কায় এসেছিলাম। (হজ মৌসুমে আমরা যখন মিনায় ছিলাম তখন) রাসূলুল্লাহ (সা.) আমাদের কাছে আগমন করেন এবং একটি পায়জামা দামদর করে ক্রয় করেন। আমাদের কাছে একজন ওজনদার মূল্য হিসেবে প্রদত্ত দ্রব্য ওজন করে বুঝে নিচ্ছিল। তিনি তাকে বলেন, সঠিকভাবে ওজন করো এবং বাড়িয়ে দাও। (তিনি পায়জামাটির মূল্য হিসেবে প্রদত্ত দ্রব্য নির্ধারিত পরিমাণের চেয়ে একটু বেশি দেন)। অন্য বর্ণনায় সুওয়াইদ বলেন, হিজরতের আগেই আমি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে একটি পায়জামা বিক্রি করেছিলাম।’ [ইবনে মাজাহ, হাদিস: ২২২০]
উল্লিখিত হাদিস থেকে জানা গেল, রাসূল (সা.) নিজে পায়জামা ক্রয় করেছেন। আর তিনি যেহেতু পায়জামা ক্রয় করেছেন তাই ধরে নেওয়া যায় তিনি তা পরিধানও করেছেন। একটি দুর্বল হাদিসে পরিধান করার বিষয়টিও এসেছে।
হাদিসটি আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হয়েছে। তিনি রাসূলুল্লাহ (সা.)-কে পায়জামা ক্রয় করতে দেখে তাকে প্রশ্ন করেন যে, তিনি পায়জামা পরিধান করেন কি না। উত্তরে রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘হ্যাঁ, বাড়িতে অবস্থানের সময় ও সফরের সময়, রাতে ও দিনে (সর্বদা আমি পায়জামা পরিধান করি); কারণ আমাকে সতর আবৃত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং পায়জামার চেয়ে ভালো আবরণ আমি আর পাইনি। ’ [তাবারানী আওসাত, হাদিস: ৬৫৯৪]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم