প্রশ্ন
আমরা যে এখন যৌথভাবে কুরবানি দিয়ে থাকি এটা কি সাহাবাদের যামানায় ছিল?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) এর যামানায়ই তার উপস্থিতিতে সাহাবায়ে কেরাম সাতজন মিলে কুরবানি দিয়েছেন। হাদিস শরিফে এসেছে,
جابر بن عبدالله قال نحرنا مع رسول الله صلى الله عليه و سلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন: হুদায়বিয়ার সময় আমরা রাসূল (সা.) এর সাথে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং গরু জবাই করেছি। [সহিহ মুসলিম ১৩১৮]
ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪৫৩, বাদায়েউস সানায়ে ৪/ ২০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم