প্রশ্ন
ঈদের দিন যে ঈদগাহে যাওয়ার সময় আমরা তাকবীর বলি, সেটা কি আস্তে আস্তে বলব না আওয়াজ করে বলব?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঈদগাহে যাওয়ার সময় যে তাকবীর বলা হবে সেটা জোরে জোরে বলবে। হাদিস শরিফে এসেছে, নাফে (রহ.) ইবনে ওমর (রা.)-এর আমল বর্ণনা করেন-
أَنّهُ كَانَ إِذَا غَدَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ يَجْهَرُ بِالتّكْبِيرِ حَتّى يَأْتِيَ الْمُصَلّى ثُمّ يُكَبِّرُ حَتّى يَأْتِيَ الْإِمَامُ.
ইবনে ওমর (রা.) ঈদুল আযহা ও ঈদুল ফিতরের সকালে সশব্দে তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতেন এবং ইমাম আসা পর্যন্ত তাকবীর বলতে থাকতেন। [সুনানে দারাকুতনী, বর্ণনা ১৭১৬]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم