প্রশ্ন
আমার খালা মৃত্যুবরণ করেছে। আগামীকাল তার দাফন। বাড়িতে অনেক আত্মীয়-স্বজন আসবে। তাদের বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করলে কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কেবল আত্মীয়-স্বজনদের জন্য খাবার ব্যবস্থা করতে কোন সমস্যা নেই। তবে এটাকে কেন্দ্র করে জিয়াফতের উদ্দেশ্য না থাকতে হবে। হাদিস শরিফে এসেছে, জারীর ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, আমরা মৃতের বাড়িতে লোক সমাগম হওয়া এবং সমবেত লোকদের উদ্দেশ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে খাবার আয়োজন করাকে ‘নিয়াহা’ (জাহেলীযুগের নিষিদ্ধ শোক-বিলাপ) গণ্য করতাম। [সুনানে ইবনে মাজাহ ১/২৫২]
তাছাড়া সেদিন এমনিতেই মৃতের পরিবারে শোকসন্তপ্ত থাকে। তাই অন্য কারও পক্ষ থেকে তাদের জন্যেই খাবারের ব্যবস্থা করা উচিত।
আলমুগনী ইবনে কুদামা ৩/৪৯৬; ইলাউস সুনান ৮/৩৩০; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর ১/৩৮৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم