প্রশ্ন
মোবাইলে যে রিংটোন আছে এগুলোর মধ্যে গান না থাকলেও গানের সুরের বাদ্য থাকে। এগুলো কি ব্যবহার করা জায়েয?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাদ্যওয়ালা রিংটোন ব্যবহার করা জায়েয নেই। গানের সাথে বাদ্য শোনা যেমনিভাবে হারাম তেমনিভাবে গান ছাড়াও বাদ্য শোনা হারাম।
সহিহ মুসলিম ২/২০২; মুসতারাকে হাকেম, হাদিস: ৬৯০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم