প্রশ্ন
বর্তমানে ইউটিউবে অনক হামদ নাত পাওয়া যায়, যেগুলোতে বাদ্য যুক্ত করা হয়। এগুলো কি শোনা যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
বাদ্য শোনা ইসলামি শরিয়েতে জায়েয নেই। চাই তা গানের সাথে হোক কিংবা গজল, হামদ-নাত ইত্যাদির সাথে হোক।
উপরন্তু হামদ-নাতের সাথে বাদ্য যুক্ত করা এক প্রকার বেয়াদবিও। তাই এগুলো শোনা থেকে বিরত থাকা জরুরি।
সহিহ মুসলিম ২/২০২; মুসতারাকে হাকেম, হাদিস: ৬৯০৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم