প্রশ্ন
এক ব্যক্তি তার মেয়েকে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দিতে চাইলে মেয়ে প্রথমে রাজি হয়নি। শেষ পর্যন্ত বাবার জোরাজুরিতে মেয়ে সম্মতি প্রকাশ করে। এবং বিয়েও করে। এ বিয়ে কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু শেষ পর্যন্ত মেয়ে বিয়েতে রাজি হয়েছে সেহেতু এ বিয়ে সহিহ হয়েছে। তবে স্বাভাবিক অবস্থায় অভিভাবকদের জন্য মেয়ের স্বতঃস্ফূর্ত সম্মতি ব্যতীত বিয়ে দেওয়া ঠিক নয়।
হাদিস শরিফে এসেছে, একজন নারী রাসূলে কারিম (সা.)-এর কাছে এসে বলল, আমার পিতা তার ভাতিজার সাথে আমার বিয়ে দিয়েছেন, (অথচ বিষয়টিতে আমি রাযি নই) তখন রাসূলে কারিম (সা.) বিষয়টি মেয়েটির ইচ্ছার উপর ছেড়ে দিলেন। তখন মেয়েটি বলল, আমার পিতার এ কাজকে আমি সমর্থন করলাম। কিন্তু আমি তা এজন্য করেছি যে, যাতে করে মুসলিম নারীরা অবগত হয় যে, (তাদেরকে তাদের অমতে বিয়ে দেওয়ার ক্ষেত্রে) তাদের পিতাদের কোনো অধিকার নেই। [সুনানে মাজাহ, হাদিস ১৮৭৪]
রদ্দুল মুহতার ৩/২১; ফাতাওয়া আলওয়ালওয়ালিজিয়াহ ১/৩১১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم