প্রশ্ন
অনেক সময় সিঁড়ি দিয়ে উঠার সময় জুতা হাতে নিয়ে উঠতে হয়। এ ক্ষেত্রে জুতা কোন হাতে রাখার নিয়ম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জুতা বহনের সময় বাম হাতে বহন করার নিয়ম। হাদিস শরিফে এসেছে, আনাস (রা.) বলেন, আমরা একদিন রাসূলে কারিম (সা.)-এর নিকট বসা ছিলাম। তিনি বললেন, তোমাদের কাছে এ পথ দিয়ে এক জান্নাতী ব্যক্তির আগমন ঘটবে।
বর্ণনাকারী বলেন, ইত্যবসরে এক আনসারী ব্যক্তি আগমন করল, যার দাড়ি থেকে অযুর পানি ঝরছিল। আর তিনি জুতা জোড়া বাম হাতে বহন করে রেখেছিলেন। অতঃপর তিনি সালাম করলেন। [মুসনাদে আহমাদ, হাদিস: ১২৬৯৭]
মিরকাত শরহে মিশকাত ৮/২৬৯; সুনানে আবু দাউদ-বযলুল মাজহূদ, ১৭/২১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم