প্রশ্ন
আমাদের গ্রামে এক চোর ধরা পড়ায় তার উপর চুরিকৃত মালের তিন গুণ টাকা জরিমানা করা হয়। এটা কি জায়েয আছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চুরির জন্য চোরের উপর জরিমানা আরোপ করা জায়েয নয়। এটা ইসলামিক শাস্তিও নয়। ইসলামে চোরের জন্য নির্দিষ্ট শাস্তি রয়েছে। সেটা প্রয়োগের নির্দিষ্ট শর্তও রয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَ السَّارِقُ وَ السَّارِقَۃُ فَاقۡطَعُوۡۤا اَیۡدِیَهُمَا جَزَآءًۢ بِمَا کَسَبَا نَکَالًا مِّنَ اللّٰهِ ؕ وَ اللّٰهُ عَزِیۡزٌ حَکِیۡمٌ
আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাবস্বরূপ এবং আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। [সূরা মায়েদা, আয়াত: ৩৮]
তাই চোরের উপর জরিমানা আরোপ করা যাবে না। তবে সে যে সম্পদ চুরি করেছে সেগুলো তার কাছ থেকে ফেরত নেওয়া হবে।
রদ্দুল মুহতার ৪/৬১; আলবাহরুর রায়েক ৫/৪১; ফাতাওয়া হিন্দিয়া ২/১৬৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم