প্রশ্ন
কয়েকদিন পূর্বে এলাকার এক ব্যক্তির জানাজা নামাজ পড়াতে গিয়ে ইমাম সাহেব চার তাকবীরের জায়গায় পাঁচ তাকবীর দিয়ে ফেলেন। পরবর্তীতে এভাবেই তাকে দাফন করা হয়। কিন্তু এটা নিয়ে এলাকায় এখন ঝামেলা হচ্ছে। জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির জানাজার নামাজ কি আদায় হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
জানাজার নামাজে চার তাকবীর দিতে হয়। হাদিস শরিফে এসেছে-
يزيد بن ثابت أن رسول الله صلى الله عليه وسلم صلى على قبر امرأة فكبر أربعا
ইয়াযীদ ইবনে সাবিত (রা.) বলেন, রাসূল (সা.) এক মহিলার কবরের নিকট জানাজা পড়েছেন। তখন তিনি চার তাকবীর দিয়েছেন। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১১৫৩৪]
পাঁচ তাকবীর দেওয়াটা ভুল হয়েছে। তবে এর কারণে নামাজ বাতিল হয়নি। বরং চার তাকবীর সম্পন্ন হওয়ায় নামাজও আদায় হয়ে গিয়েছে। তাই এটা নিয়ে বিতর্ক করার প্রয়োজন নেই।
আদ্দুররুল মুখতার ২/২১৪; আলমুহীতুল বুরহানী ৩/৭৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم