প্রশ্ন
কোন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কেউ যদি খতমে ইউনুস পড়ায় তাহলে কি তার থেকে টাকা নেওয়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুনিয়াবি উদ্দেশ্যে খতমে ইউনুস পড়ে টাকা নেওয়া জায়েয আছে। তবে উত্তম হল, টাকা না নেওয়া।
উল্লেখ্য, বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য কুরআন হাদিসে যে সকল দোয়া ও আমলের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত। যেমন, সদকা করা, দোয়া ও ইস্তেগফার করা ইত্যাদি।
বযলুল মাজহূদ ১৫/৮৪; মজমূআতু রাসাইলি ইবনে আবেদীন ১/১৫৬-১৫৭, ২৭৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم