প্রশ্ন
আমার সন্তানের খতনা উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করতে চাই। শরিয়তে এতে কোন সমস্যা আছে কি না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
খতনা উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা বৈধ। তবে এটাকে সুন্নত-মুস্তাহাব ভাবা যাবে না। হাদিস শরিফে এসেছে-
আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর পুত্র সালেম (রহ.) বলেন, আমার বাবা আমার এবং নুআইম ইবনে আবদুল্লাহর খতনা করলেন। তিনি এ উপলক্ষে একটি ভেড়া জবাই করলেন। আর আমরা এর গোশত কেটে কেটে বাচ্চাদেরকে দিতে থাকলাম। [মুসান্নাফে ইবনে আবি শাইবা ৯/৩৪১]
ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭৬; আলমুগনী ১০/২০৭; আলইসতিযকার ১৬/৩৫১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم