প্রশ্ন
হাদিসে পড়েছি, কুরবানির গোশত তিন ভাগ করে বণ্টন করতে হয়। এখন আমি যদি চাই, গোশত জমা করে রাখতে তাহলে কি পারব না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির গোশত তিন ভাগ করে বণ্টন করা উত্তম। তবে এটা জরুরি কিছু নয়। আপনি চাইলে আপনার গোশত জমাও করে রাখতে পারবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
‘তোমরা কুরবানির গোশত যে পরিমাণ ইচ্ছা খাও, অন্যদেরকে খাওয়াও এবং যতটুকু ইচ্ছা জমা করে রাখ।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১৫১০]
ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০০; আদ্দুররুল মুখতার ৬/৩২৭-৩২৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم