প্রশ্ন
আমার চাচী একটি ইয়াতিম মেয়েকে লালন-পালন করেন। এক ব্যক্তি ঐ ইয়াতিম মেয়েটিকে কিছু টাকা দিয়েছে। আমার চাচী চাচ্ছে, টাকাগুলো এখন তাকে না দিয়ে তার পরিপূর্ণ বুঝ-বুদ্ধি হওয়ার পর দিতে। এতে কি কোন সমস্যা হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ঐ ব্যক্তির দেওয়া টাকাগুলো আপনার চাচীর কাছে আমানত। যেহেতু মেয়েটির এখনো ভালো করে বুঝ-বুদ্ধি হয়নি সেহেতু মেয়েটির বুঝ-বুদ্ধি হওয়া পর্যন্ত তার কাছে টাকাগুলো না দিয়ে নিজের কাছে আমানত রেখে দিতে পারবে। যখন তার বুঝ-বুদ্ধি হবে তখন তাকে তা প্রদান করবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ
যখন এতিমদের প্রজ্ঞা দেখতে পাবে তখন তাদের কাছে তাদের সম্পদ হস্তান্তর করবে। [সূরা নিসা, আয়াত: ৬]
আহকামুল কুরআন, থানভী ২/১১৬; আহকামুল কুরআন, কুরতুবী ৫/২৬; রূহুল মাআনী ৪/২০৬; তাফসীরে ইবনে কাসীর ১/৬৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم