প্রশ্ন
চামড়ার মোজার উপর মাসাহ করলে যদি অজু অবস্থায় মাসাহের সময় শেষ হয় তাহলে কি নতুন করে অজু করা লাগবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
চামড়ার মোজার উপর মাসাহ করার পর যদি অজু অবস্থায় মাসাহের সময় শেষ হয়ে যায় তাহলে নতুন করে পূর্ণ অজু করা লাগবে না। বরং শুধু পা ধুয়ে নিলেই চলবে।
অবশ্য এ ক্ষেত্রে নতুন করে পূর্ণ অজু করে নেওয়া উত্তম।
কিতাবুল আছল ১/৯২; আলমাবসূত ১/১০৩; কিতাবুল আছার ১/৫৪; রদ্দুল মুহতার ১/২৭৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم