প্রশ্ন
আমার চাচার এ বছর হজ্ব ফরজ হয়েছে। তিনি হজ্বের উদ্দেশ্যে বেরও হয়েছেন। কিন্তু বিমানে উঠার পূর্বেই হার্ট এ্যাটাক করে মারা যান। এখন আমাদের করণীয় কী?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যেহেতু আপনার চাচার হজ্ব ফরজ হওয়ার পর তিনি আদায়ে দেরি করেননি বরং এ বছরই রওয়ানা হয়ে গিয়েছেন তাই এখন আর তার পক্ষ থেকে বদলি হজ্ব করাতে হবে না।
তবে আপনারা চাইলে নফল হজ্ব করাতে পারেন।
ফাতহুল কাদীর ২/৩২৭; আদ্দুররুল মুখতার ২/৬০৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم