প্রশ্ন
আমার বাবা বয়স্ক হওয়ায় কখনো কখনো নামাজে পিলার বা দেয়ালে হেলান দেয়। জানতে চাই, এভাবে নামাজ পড়লে কি তার নামাজ সহিহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ওজরের কারণে দেয়ালে হেলান দিয়ে নামাজ পড়লে তা জায়েয হবে। তবে ওজর না থাকলে মাকরুহ হবে।
ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন, কোন ব্যক্তির জন্য দেয়ালে হেলান দিয়ে নামায পড়া মাকরূহ; তবে ওজর হলে পারবে। [মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস: ৩৪২৪]
বাদায়েউস সানায়ে ১/৫১৩; আলমুহীতুল বুরহানী ৩/৩০; আদ্দুররুল মুখতার ২/১১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم