প্রশ্ন
আমাদের গ্রামে একটি মসজিদ আছে। মসজিদের মুআজ্জিন সাহেব এ বছর ইতেকাফ করছেন। আজানের মাইক হল, মুআজ্জিন সাহেবের কামরায়। তার কামরা মসজিদের সীমানার বাহিরে। এখন কি তিনি আজান দেওয়ার জন্য মসজিদের বাহিরে যেতে পারবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হ্যাঁ, আজান দেওয়ার জন্য মুআজ্জিন সাহেব মসজিদের বাহিরে তার কামরায় যেতে পারবেন। এতে কোন সমস্যা হবে না এবং তার ইতেকাফও ভঙ্গ হবে না।
আলমুহীতুল বুরহানী ৩/৩৮০; রদ্দুল মুহতার ২/৪৪৬; আলবাহরুর রায়েক ২/৩০৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم