প্রশ্ন
জনৈক ব্যক্তি তার দুধ সম্পর্কের ভাতিজিকে বিয়ে করেছে। এ বিয়ে কি সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দুধ সম্পর্কের ভাতিজিকে বিয়ে করা সহিহ হয়নি। কারণ বংশের কারণে যাদেরকে বিবাহ করা হারাম দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিবাহ করা হারাম। হাদিস শরিফে এসেছে-
عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم من الرضاع ما حرم من النسب
রাসূল (সা.) বলেন, বংশের কারণে যাদেরকে বিয়ে করা হারাম দুধ সম্পর্কের কারণে তাদেরকে বিয়ে করা হারাম। [সুনানে তিরমিযি, হাদিস: ১১৪৬]
সুতরাং অনতিবিলম্বে তাদেরকে পৃথক হয়ে যেতে হবে এবং তাওবা ইস্তেগফার করতে হবে।
আলমাবসূত, সারাখসী ৪/১৯৯; বাদায়েউস সানায়ে ৩/৩৯৭; আলমুহীতুল বুরহানী ৪/৯৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم