প্রশ্ন
আমার এক বোনের স্বামী এক সপ্তাহ পূর্বে মারা গিয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন পারিবারিকভাবে স্বামীর ছোট ভাইয়ের সাথে তার বিবাহের আলোচনা চলছে। প্রশ্ন হল, এ বিয়ে কি জায়েয হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বিবাহ জায়েয হবে। তবে বিবাহ হওয়ার আগে আপনার বোনের ইদ্দত পূর্ণ হতে হবে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا
‘আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রীরদেরকে রেখে যায় এসব স্ত্রীগণ নিজেদেরকে চার মাস দশ দিন প্রতীক্ষায় রাখবে।’ [সূরা বাকারা, আয়াত: ২৩৪]
ফাতাওয়া হিন্দিয়া ১/২৮০; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৬৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم