প্রশ্ন
আমি এক মসজিদে তারাবি পড়াচ্ছি। গতকাল বিতির নামাজ পড়ানোর সময় দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে যাই। মুসল্লিরা তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে যাই। তিন তাসবীহ পরিমাণও দেরি হয়নি। যেহেতু তিন তাসবীহ পরিমাণ দেরি হয়নি সেহেতু নামাজ শেষে সাহু সেজদা দিইনি। আমার কি নামাজ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে যাওয়ার সাথে সাথে সাহু সেজদা ওয়াজিব হয়ে গিয়েছে। তিন তাসবীহ পরিমাণ দেরি হওয়া জরুরি ছিল না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
لكل سهو سجدتان بعدما يسلم
‘প্রতিটি ভুলের জন্য সালামের পর দুটি সেজদা রয়েছে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১০৩৮]
যেহেতু আপনি সাহু সেজদা দেননি সেহেতু আপনাদের সবার ঐ নামাজ পুনরায় পড়ে নিতে হবে।
রদ্দুল মুহতার ২/৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৬; আদ্দুররুল মুখতার ১/৪৫৬; আলবাহরুর রায়েক ১/২৯৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم