প্রশ্ন
আমি একজন মুআল্লিমা। বাচ্চাদেরকে কুরআন শেখাই। আমার একটি প্রশ্ন হল, হায়েযা নারী কীভাবে কুরআন শিক্ষা দিবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত করা নিষেধ। হাদিস শরিফে এসেছে, আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ঋতুমতি মহিলা ও গোসল ফরয হয়েছে এমন ব্যক্তি যেন কুরআন মজীদ না পড়ে। [আলইলাল, ইবনে আবী হাতিম ১/৪৯]
তাই মুআল্লিমাগণ হায়েয অবস্থায় কুরআন তেলাওয়াত না করে শুধু শুনবেন। তবে প্রয়োজন হলে তারা ভেঙ্গে ভেঙ্গে এক দুই শব্দ বলে দিতে পারবেন।
আলবাহরুর রায়েক ১/১৯৯; ফাতহুল কাদীর ১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم