প্রশ্ন
আমি কলেজে পড়ছি। কিন্তু ইসলামের ব্যাপারে আমার তেমন জ্ঞান নেই। তাই আমি চাচ্ছি, মাদরাসায় ভর্তি হতে। কিন্তু আমার বাবা রাজি নয়। এখন আমি কী করতে পারি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ফরজ পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
ﻃَﻠَﺐُ ﺍﻟﻌِﻠْﻢِ ﻓَﺮِﻳْﻀَﺔٌ ﻋَﻠَﻰْ ﻛُﻞِّ ﻣُﺴْﻠِﻢٍ.
‘দ্বীনী ইলম তলব করা প্রত্যেক মুসলিমের উপর ফরয।’ [সুনানে ইবনে মাজাহ হাদিস: ২২৪]
তাই ফরজ পরিমাণ ইলম শিক্ষা করতে পিতামাতার বাধা মানা জরুরি নয়। যদিও চেষ্টা করা উচিত, তাদেরকে রাজি করিয়ে শিক্ষা করা।
তবে ফরজ পরিমাণের চেয়ে বেশি ইলম শিক্ষা করতে চাইলে পিতামাতার অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে। বিশেষত যদি তারা খেদমতের মুখাপেক্ষী হয়।
رجل خرج في طلب العلم بغير إذن والديه فلا بأس به، ولم يكن هذا عقوقاً.
‘কোনো ব্যক্তি যদি পিতা-মাতার অনুমতি ছাড়া দ্বীনী ইলম অর্জনের জন্য বের হয়, তাহলে কোনো সমস্যা নেই৷ এবং এটা অবাধ্যতা হিসেবে গণ্য হবে না৷’ [আল-ফাতাওয়াল হিন্দিয়া: ৫/৩৬৬]
আপনার পিতা যদি কোনভাবেই রাজি না হয় তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল হবে, কলেজের পড়া চালু রাখা এবং এর সাথে সাথে ব্যক্তিগতভাবে কোন আলেম থেকে ইলম শিখে নেওয়া। আর যদি পারা যায় তাহলে কোন নৈশ মাদরাসায় অথবা যেখানে ফরজ ইলম শিক্ষা দেওয়া হয় সেখানে কিছু সময় দিয়ে ফরজ পরিমাণ ইলম শিখে নেওয়া।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم