প্রশ্ন
রাসূল (সা.) ব্যতীত অন্য কারও জন্য হুজুর শব্দ ব্যবহার করা কি ঠিক?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
‘হুজুর শব্দটির অর্থ হল, উপস্থিত হওয়া। তবে পরিভাষায় এটি বুযুর্গ ব্যক্তিদের সম্মানসূচক সম্বোধনের জন্য ব্যবহার করা হয়।’ [গিয়াসুল লুগাত, পৃ. ১৭৪]
এই শব্দটি রাসূল (সা.) এর সাথে খাস বা বিশেষিত নয়। তাই অন্যদের ক্ষেত্রেও তা ব্যবহার করতে সমস্যা নেই।
গিয়াসুল লুগাত ১৭৪; ফীরুযুল লুগাত ৫৭১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم