প্রশ্ন
আমাদের সমাজে বর্তমানে কুরবানি দেওয়ার দুটি নিয়ম চালু আছে। ভাগে অথবা একা একা। ভাগে দিলে সাত জন দেয়। আমার জিজ্ঞাসা হল, সাহাবারা কি এভাবে উভয় পদ্ধতিতে কুরবানি দিয়েছেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
হ্যাঁ, সাহাবায়ে কেরাম যেভাবে এককভাবে কুরবানি দিয়েছেন তেমনি ভাগে কুরবানিও দিয়েছেন। উভয় পদ্ধতিই তাদের যামানা থেকে চালু আছে। হাদিস শরিফে এসেছে,
جابر بن عبدالله قال نحرنا مع رسول الله صلى الله عليه و سلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة
জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বলেন: হুদায়বিয়ার সময় আমরা রাসূল (সা.) এর সাথে সাতজনের পক্ষ থেকে একটি উট এবং গরু জবাই করেছি। [সহিহ মুসলিম ১৩১৮]
ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৭/৪৫৩, বাদায়েউস সানায়ে ৪/ ২০৭
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم