প্রশ্ন
আমরা তিন জন ছাত্র। আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা বিভিন্ন সময় সরাসরি বই ক্রয় না করে পিডিএফ থেকে ফটোকপি করে নিই। এতে শরিয়তের দৃষ্টিতে কোন সমস্যা হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
পিডিএফ থেকে যদি ব্যবসার উদ্দেশ্যে না হয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য ফটোকপি করা হয় তাহলে তা নাজায়েয হবে না।
যেহেতু আপনারা ব্যক্তিগত ব্যবহারের জন্যই ফটোকপি করছেন তাই এতে কোন সমস্যা হবে না। শায়খ সালেহ আল উসাইমিন বলেন-
الذي نراه أنه إن كان للاستعمال الشخصي فلا بأس، أما إن كان للاتجار فلا يجوز لأنه يُضِرُّ بهم.
এ ব্যাপারে আমার মতামত হলো, যদি ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্যে হয়, তাহলে তো সমস্যা নেই৷ আর যদি বাণিজ্যিক খেয়ালে হয়, তাহলে জায়িয নয়, কেননা এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হবে৷ (সামারাতুদ তাদওয়ীন, পৃষ্ঠা: ১৪২)
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم