প্রশ্ন
আমার মামা তার জানাজার নামাজ পড়ানোর জন্য নাতিকে ওসিয়ত করেছে। কিন্তু আমার মামাত ভাই জানাজার পড়ানোর যোগ্য। এখন তিনি পড়াতে চাচ্ছেন। এ ক্ষেত্রে কি মামার ওসিয়ত মানা জরুরি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلم
যেহেতু আপনার মামার যোগ্য সন্তান আছে সেহেতু আপনার মামার এই ওসিয়ত পূর্ণ করা জরুরি নয়। বরং এ ক্ষেত্রে আপনার মামাত ভাইই নামাজ পড়ানোর বেশি হকদার। হ্যাঁ, তিনি যদি তার হক ছেড়ে দিতে চান তাহলে আপনার মামার নাতি পড়াতে পারবে।
ফাতহুল কাদীর ২/৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم